1. live@dainikbanglakhobor.com : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.dainikbanglakhobor.com : দৈনিক বাংলা খবর :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন ২০২৪ সালের আগস্ট সংকট: শেখ হাসিনার দেশত্যাগের পূর্বমুহূর্তের বাস্তব চিত্র একটি বিশেষ প্রতিবেদন কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে ড. খলিলুর রহমান শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। তারেক রহমান তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ বগুড়ায় মসজিদের খালে মিলল ৬ গ্রেনেড, এলাকায় আতঙ্ক অস্ত্র, গুলি বিস্ফোরক উদ্ধার, অস্ত্রের সন্ধানে পানিতে নিচে অভিযান : আটক ৩ শেখ জুলহাস উদ্দিনের অপসারণ দাবিতে উত্তাল সিদ্ধেশ্বরী কলেজ

জমি বিরোধে চাচার দা’র কোপে দুই ভাতিজি খুন, ভাবী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

 

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তি নিজের দুই ভাতিজিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

একই হামলায় গুরুতর আহত হয়েছেন ভাতিজিদের মা, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও তার বড় ভাই আবু মিয়ার পরিবারের মধ্যে। মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুক আলী ও তার স্ত্রী রাহেনা বেগম (৪৫) ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু মিয়ার দুই মেয়ে মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)-কে। একই হামলায় গুরুতর আহত হন তাদের মা হাজিরা বেগম (৫৫)।

স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। আহত হাজিরা বেগমকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক মাসুক আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির নিহত দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৬ মে একই উপজেলায় মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে এক স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট