1. live@dainikbanglakhobor.com : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.dainikbanglakhobor.com : দৈনিক বাংলা খবর :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিঃশর্ত ক্ষমা চাইলেন আন্দোলনকারী কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার জুলাই বিপ্লব সাধারণ সাংবাদিক সমাজ সাহসিকতার এক অনন্য দলিল জমকালো আয়োজনে টপ পারফর্মার অ্যাওয়ার্ড বিতরণ চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত ব্রডব্যান্ড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত রূপগঞ্জে ৫ টি ঘোড়ার মাংস উদ্ধার ॥ যুবক গ্রেফতার মালিবাগ রেললাইনের উপর গড়ে ওঠা কাঁচা বাজারে দিন রাত চলছে অংক বাজি এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ না দিলে দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হবে সীমান্ত পেরিয়ে ভারত পালানোর সময় কুমিল্লার দুই সাংবাদিক আটক সাথে ২০ লক্ষ টাকার মূল্য ডলার, তদন্তে রাষ্ট্রীয় সংস্থাগুলো

নিঃশর্ত ক্ষমা চাইলেন আন্দোলনকারী কর্মকর্তারা

বাংলা খবর ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

 

  • এনবিআর চেয়ারম্যানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন আন্দোলনকারী কর্মকর্তারা

ঢাকা, ৯ জুলাই:
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান সংস্কার আন্দোলনের জেরে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আন্দোলনে অংশগ্রহণকারী কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারা।

বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে পৃথক দুই দফায় চেয়ারম্যানের দপ্তরে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে তারা আন্দোলনের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জানা গেছে, সকাল ৯টার দিকে প্রথম দফায় আয়কর ক্যাডারের প্রায় ৫০ জন কর্মকর্তা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সোয়া ৯টার দিকে কাস্টমস ও ভ্যাট ক্যাডারের আরও প্রায় ৫০ জন কর্মকর্তা একইভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

সাক্ষাৎকালে তারা আন্দোলনের কারণে রাজস্ব আদায় ও দেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা স্বীকার করেন এবং ক্ষতিপূরণস্বরূপ আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এদের অনেকেই ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর সক্রিয় সদস্য ছিলেন।

এর আগে মঙ্গলবারও প্রায় দুই শতাধিক আয়কর কর্মকর্তার একটি দল চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে একইভাবে ক্ষমা চান।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন,

> “যারা আন্দোলনে অংশ নিয়েছেন, আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তবে যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাষ্ট্র।”

 

তিনি আরও বলেন,

> “রাজস্ব হচ্ছে দেশের উন্নয়নের অক্সিজেন। সবার উচিত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয় স্বার্থে কাজ করা।”

 

প্রসঙ্গত, প্রায় দুই মাসব্যাপী চলা আন্দোলনের পর ২৯ জুন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ তাদের কর্মসূচি—‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’—প্রত্যাহার করে নেয়। এর পরদিন ৩০ জুন এনবিআর চেয়ারম্যান নিজ কার্যালয়ে দায়িত্বে ফেরেন এবং সকল কর্মকর্তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট