1. live@dainikbanglakhobor.com : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.dainikbanglakhobor.com : দৈনিক বাংলা খবর :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ বগুড়ায় মসজিদের খালে মিলল ৬ গ্রেনেড, এলাকায় আতঙ্ক অস্ত্র, গুলি বিস্ফোরক উদ্ধার, অস্ত্রের সন্ধানে পানিতে নিচে অভিযান : আটক ৩ শেখ জুলহাস উদ্দিনের অপসারণ দাবিতে উত্তাল সিদ্ধেশ্বরী কলেজ চট্টগ্রাম উদ্যানে যুবদল নেতার বিজয় মেলা: হাতবদলে কোটি টাকার বানিজ্য গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজারে প্রকাশ্যে ব্যবসায়ী রুবেল খুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই নবনিযুক্ত শিক্ষকের ডোপ টেস্ট পজিটিভ: নিয়োগ বাতিলের সম্ভাবনা

গোপালগঞ্জ জেলা কারাগারে সংঘর্ষ ও ভাঙচুর, সেনা-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

 

 

গোপালগঞ্জ জেলা কারাগারে সংঘটিত চাঞ্চল্যকর হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) বিকাল ৪টার দিকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী আকস্মিকভাবে জেলা কারাগারে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে কারাগারের প্রধান ফটকে ভাঙচুর চালায় এবং কারাগারের ভেতরে ঢোকার চেষ্টা করে। তারা ইটপাটকেল নিক্ষেপ ও ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এতে বেশ কয়েকজন কারারক্ষী গুরুতর আহত হন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কারাগার থেকে কোনো বন্দি পালিয়ে যেতে পারেনি বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে কারাগারসহ পুরো শহরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হামলার পেছনের ঘটনা প্রবাহ

এদিন সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একাধিক হামলা, অবরোধ ও সহিংসতার ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সরকারের একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহর লক্ষ্য করে হামলার শিকার হন।

এরই ধারাবাহিকতায় দুপুরে গোপালগঞ্জ শহরের নির্ধারিত সমাবেশস্থলে এনসিপি’র (ন্যাশনাল সিটিজেন পার্টি) নেতা-কর্মীরা পদযাত্রা করতে গেলে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের একাংশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

বিকেলের ভয়াবহ সংঘর্ষ

দুপুরের ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিকাল ৪টার দিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলা কারাগারের সামনে। এনসিপি নেতাকর্মীদের সমাবেশ শেষে ফেরার সময় তাদের বহনকারী গাড়িগুলোকেও অবরুদ্ধ করার চেষ্টা করে একদল হামলাকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এনসিপির নেতা-কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যায়।

এর আগে, সকালে উলপুর এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। শহরজুড়ে দফায় দফায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।

প্রশাসনের বক্তব্য

গোপালগঞ্জ জেলা প্রশাসক জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।

পুলিশ সুপার জানিয়েছেন, পুরো ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারাগারে হামলা, সরকারি গাড়িতে হামলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শহরের সার্বিক অবস্থা

ঘটনার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। শহরের প্রবেশদ্বারে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

সাম্প্রতিক এই সহিংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচল অনেকাংশে ব্যাহত হয়েছে। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

গোপালগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদক
দৈনিক বাংলা খবর ডটকম

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট