চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে বিপ্লব উদ্যানে ১৫ দিনের ‘জুলাই বিজয় মেলা’র প্রস্তুতি চলছে। ‘ছাত্রসমাজ চট্টগ্রাম মহানগর’-এর ব্যানারে আয়োজিত এই মেলার নেতৃত্বে রয়েছেন নগর যুবদল নেতা আলিফ উদ্দিন ও তাঁর অনুসারীরা।
উদ্যানের মধ্যে লোহার ডিস্ক, মেরি-গো-রাউন্ড, রোলার কোস্টারসহ বিভিন্ন রাইড বসানো হচ্ছে এবং প্রায় ১২০টি অস্থায়ী দোকান তৈরি হয়েছে। মেলার দোকান ভাড়া প্রতিদিন ৫ হাজার টাকা, ফলে প্রতিটি দোকান থেকে আয় হচ্ছে প্রায় ৭৫ হাজার টাকা। অনুমতি অনুযায়ী সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে মাত্র ২ লাখ টাকা, অথচ আয় হচ্ছে কয়েক কোটি টাকা।
প্রধান উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন মাজিদ, সাহাব উদ্দিন, রায়হান ও সুজন। অভিযোগ আছে, মাজিদ বিভিন্ন সময় ভুয়া পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে অনুমতি আদায় করেন।
মেলা আয়োজনের অনুমতির সমালোচনা করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ডিন অধ্যাপক মুহাম্মদ রশিদুল হাসান বলেন, পার্কে স্থায়ী কাঠামো অপসারণ করে সবুজায়নের উদ্যোগ নেওয়া উচিত ছিল।
শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
.