বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’
বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
প্রধান ঘোষণা
সংশোধন কার্যক্রম জোরদারে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত।
অতিরিক্ত বন্দিদের জন্য নতুন ২ কেন্দ্রীয় ও ৪ জেলা কারাগার চালু।
জনবল সংকট নিরসনে ১৮৯৯ পদ অনুমোদন, আরও ১৫০০ চাহিদা পাঠানো।
বন্দিদের সাক্ষাৎ ও কল ডিজিটালাইজ, চালু হটলাইন ১৬১৯১।
কারাগারজুড়ে ফাইবার নেটওয়ার্ক, সিসিটিভি, বডি ক্যামেরা ও মোবাইল জ্যামিং সিস্টেম চালু।
কল্যাণ ও সেবা
বন্দিদের খাদ্যে প্রোটিন ও নাশতার বরাদ্দ বৃদ্ধি।
কেরানীগঞ্জে নির্মাণাধীন কেন্দ্রীয় কারা হাসপাতাল।
কর্মকর্তা-কর্মচারীদের জন্য আজীবন রেশন, প্রশিক্ষণ, বিশেষ বরাদ্দ ও পিটি-প্যারেড বাধ্যতামূলক।
কঠোর ব্যবস্থা
গত এক বছরে ২৯ জনকে মাদকের দায়ে মামলা,
৩৪ জন চাকরিচ্যুত,
৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা।
আইজি প্রিজন জানান, আধুনিক ও কল্যাণমুখী কারা ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে।