1. live@dainikbanglakhobor.com : দৈনিক বাংলা খবর : দৈনিক বাংলা খবর
  2. info@www.dainikbanglakhobor.com : দৈনিক বাংলা খবর :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন ২০২৪ সালের আগস্ট সংকট: শেখ হাসিনার দেশত্যাগের পূর্বমুহূর্তের বাস্তব চিত্র একটি বিশেষ প্রতিবেদন কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে ড. খলিলুর রহমান শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। তারেক রহমান তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে বাংলাদেশ জেলের নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ বগুড়ায় মসজিদের খালে মিলল ৬ গ্রেনেড, এলাকায় আতঙ্ক অস্ত্র, গুলি বিস্ফোরক উদ্ধার, অস্ত্রের সন্ধানে পানিতে নিচে অভিযান : আটক ৩ শেখ জুলহাস উদ্দিনের অপসারণ দাবিতে উত্তাল সিদ্ধেশ্বরী কলেজ

এখন আর সেবা নিতে ভূমি অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ড. মোহাম্মাদ ইউনূস।

বাংলা খবর ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
ভূমি সেবায় জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন আর সেবা নিতে ভূমি অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস।

তিনি রোববার (২৫ মে) দেশব্যাপী আয়োজিত তিনদিনব্যাপী “ভূমি মেলা ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি দেশের জনগণকে ভূমি উন্নয়ন কর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পরিশোধের আহ্বান জানান এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, ফলে জমির গুরুত্ব অনেক। জমি সংক্রান্ত বিরোধ নিরসনে ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করেছে।

তিনি আরও বলেন, এখন অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ, নামজারি, জমা খারিজ, পর্চার সার্টিফায়েড কপি এবং মৌজা ম্যাপ পাওয়া যাচ্ছে। ভূমিসেবা সহায়ক নির্দেশিকা ২০২৫-এর আওতায় পরীক্ষামূলকভাবে ঢাকা মহানগরের পাঁচটি কেন্দ্রে সেবা চালু করা হয়েছে, যা জুন মাসের মধ্যে সাতটি বিভাগীয় শহর এবং পরবর্তী কয়েক মাসে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

এছাড়া ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোর মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে ভূমি মালিকরা সহজেই আবেদন করতে পারবেন। দেশের যেকোনো প্রান্ত থেকে ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারে ফোন করেও পরামর্শ ও অভিযোগ জানানো যাচ্ছে।

তিনি বলেন, “ভূমি মেলার এই আয়োজন সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপন করবে এবং ভূমি সেবায় জনসচেতনতা বৃদ্ধি পাবে।”

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, “২০২৪-২৫ অর্থবছরের শেষ দিকে এসে গেছে। আগামী ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে জমির মালিকানা সুরক্ষিত করুন এবং জাতীয় উন্নয়নে অবদান রাখুন।”

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ডিজিটাল ভূমি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতির অবসান ঘটবে এবং ভবিষ্যতে ঘরে বসে দেশের যেকোনো প্রান্ত থেকে সেবা পাওয়া সম্ভব হবে। তরুণ-তরুণীরা গ্রামের বাড়ি থেকেই দেশের জনগণকে ভূমিসেবা প্রদান করে সফলতা অর্জন করবে।”

শেষে তিনি ভূমি মেলা ২০২৫-এর সফলতা কামনা করেন এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট