সম্প্রতি সেনাবাহিনীর দেশব্যাপী অভিযানে টঙ্গীর বিভিন্ন বস্তিতে মাদকের আস্তানা আংশিকভাবে উচ্ছেদ করায়, অনেক মাদক ব্যবসায়ী শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ঢাকা মহানগরীর তেজগাঁও পূর্বাঞ্চল থানার কারওয়ান বাজার এলাকায় রেললাইনের উভয় পাশে একটি খোলা মাদকের বাজার চলছে। এখানে মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন অবাধে বিক্রি হচ্ছে।
যদিও কারওয়ান বাজারে এই মাদকের আখড়া নতুন নয়, তবে বর্তমানে কারওয়ান বাজার রেললাইন ছাড়াও, কমলাপুর, টিটিপাড়া খিলগাঁও রেলগেট এবং মালিবাগ রেললাইনের উপর গড়ে ওঠা কাঁচা বাজারের আশেপাশের এলাকা থেকে শুরু করে মাদক ব্যবসায়ীরা মালিবাগ বাজার রেললাইন ধরে হেঁটে হেঁটে হেরোইন বিক্রি করছে চাইনিজ বাদাম বিক্রির মতো প্যাকেজে।
মালিবাগ কাঁচা বাজার রেললাইন হেরোইনের জন্য বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে মদ, গাঁজা, ইয়াবা ট্যাবলেটের চেয়ে হেরোইন সেবকিদের প্রবাহ বেশি। এখানে মাদক ব্যবসায়ীরা হেরোইনকে আংক বলে, এখানে সারাদিন, সকাল-সন্ধ্যা মাদকের বাজার চলে অবাধে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায়। এ যেন মাদকের এক অভয়ারণ্য।
এখানে দিনরাত চলছে অংক বাজি। দেখার কেউ নেই।