
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, দেশের মানুষ ১৬ বছর ধরে অধিকার আদায়ের লড়াই করছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবের ৯০ শতাংশ বিএনপি আগেই দিয়েছিল। রাজনৈতিক অধিকার, নিরাপত্তা ও বেঁচে থাকার অধিকারের প্রশ্নে কারও দ্বিমত নেই।
আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির ৫০ লাখ নেতা–কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, তারা ব্যক্তিগত নয়, ধানের শীষের কর্মী। ঐক্যবদ্ধভাবে আগামী ফেব্রুয়ারিতে সফল জনরায় আনা সম্ভব হবে।
তিনি সতর্ক করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল বা বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্ব নিতে হবে।